Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
কেশবপুর ইউনিয়নের আলতাপোল আশ্রয়ণ কেন্দ্রের পুকুর
Details

কেশবপুর ইউনিয়নের আলতাপোল আশ্রয়ন কেন্দ্রের পুকুরটি একটি সুদর্শনীয় স্থান। এই পুকুরটি বেশ বড় হওয়ায় চারিদিক থেকে দেখতে খুবই চমৎকার লাগে। পুকুরটিতে আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দাসহ আশপাশের বসতি জনগণ এই পুকুরে গোসল করে। পুকুরের পানি খুবই স্বচ্ছ এবং পরিস্কার। পুকুরটি বর্তমানে মৎস্য চাষের আওতায় এনে মাছ চাষ করা হচ্ছে। পুকুরটিতে মাছ খুব বড়  হয় যে কারণে এখানেন প্রচুর পরিমাণে মাছ উৎপাদন হয়। এই পুকুরের সৌন্দর্য্য দেখতে উপজেলা সদরের অনেক মানুষ বিকেল বেলা এখানে এসে হাজির হয়। পুকুরটি আলতাপোলের গর্ব এবং আশ্রয়ণ কেন্দ্রের সৌন্দর্য্য বর্ধনে প্রধান ভূমিকা পালন করে চলেছে।