মধ্যকুল উ:পাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত। এতিমখানাটিতে বর্তমান ৩৫ জন ছাত্র পড়ালেখা করে। এখানে সুযোগ্য শিক্ষক দ্বারা পাঠ দান করানো হয়।
এতিমখানায় এতিমছাত্রদের বিনামূল্যে খবার, ঔষধ, বই পুস্তক সরবরাহ করা হয়। এখানে বাংলা, ইংরেজী, গণিতসহ আরবি শেখানো হয়।