কেশবপুর বাজারে উপজেলা সংলগ্ন পৌর ভবনের সামনে কেশবপুর ইউনিয়ন পরিষদ টি অবস্থিত। ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন গ্রামের দূরত্ব বা যোগাযোগ ব্যবস্থাঃ- ইউনিয়ন পরিষদ থেকে দোরমুটিয়া গ্রাম ৪ কিঃমি, ভ্যান অথবা সাইকেল যোগে যাওয়া যায়।নতুন মূলগ্রাম গ্রাম ৩ কিঃ মিঃ, ভ্যান অথবা সাইকেল যোগে যাওয়া যায়। মূলগ্রাম গ্রাম ৩ কিঃ মিঃ ভ্যান, ইঞ্জিন ভ্যান, সাইকেল ইত্যাদি যোগে যাওয়া যায়। মধ্যকুল গ্রাম ২.৫০ কিঃ মিঃ, ভ্যান, ইঞ্জিন ভ্যান, মটর সাইকেল ইত্যাদি যানবাহনে যাওয়া যায়। আলতাপোল গ্রাম ৩ কিঃ মিঃ, সাইকেল যোগে যাওয়া যায়। খতিয়াখালী গ্রাম ২.৫০ কিঃ মিঃ, ভ্যান অথবা সাইকেল যোগে যাওয়া যায়। বালিয়াডাঙ্গা গ্রাম ১.৫০ কিঃ মিঃ, ভ্যান অথবা সাইকেল যোগে যাওয়া যায়। মাগুরাযাঙ্গ গ্রাম ২ কিঃ মিঃ, ভ্যান, ইঞ্জিন ভ্যান, টেগার ইত্যাদি যোগে যাওয়া যায়। ব্যাসডাঙ্গা গ্রাম ৩ কিঃ মিঃ, ভ্যান অথবা সাইকেল যোগে যাওয়া যায়। রামচন্দ্রপুর গ্রাম ২.৫০ কিঃ মিঃ, ভ্যান অথবা সাইকেল যোগে যাওয়া যায়। সুজাপুর গ্রাম ১.৫০ কিঃ মিঃ, ভ্যান অথবা সাইকেল যোগে যাওয়া যায়। আলতাপোল তেইশ মাইল গ্রাম ২.৫০ কিঃ মিঃ, ভ্যান অথবা সাইকেল যোগে যাওয়া যায়।